রহমত নিউজ 24 October, 2025 07:59 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাস্তিক-মুরতাদ নির্মূল কমিটির সভাপতি মুফতী সুলতান মহিউদ্দিন বলেছেন, আন্তর্জাতিকভাবে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে ইসকন তারই একটি সংগঠন। ইসকন কোন ধর্মীয় প্রতিষ্ঠান না, ইসকন মূলত রাষ্ট্রবিরোধী উগ্র সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন। সনাতন ধর্মের মুখোশ পরে এ দেশে হিন্দু ও মুসলিম সম্প্রীতি নষ্ট করার জাল পেতেছে ইসকন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।
মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, ইসকন শুধু মুসলমানদের নয় সমগ্র হিন্দুদের জন্যও ক্ষতিকারক। তারা সরাসরি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের অর্থে পরিচালিত। ইসকনের প্রধান কাজ হচ্ছে মুসলমানদের ঈমান নষ্ট করা এবং সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। এর অংশ হিসেবে তারা বার বার আল্লাহ- রাসূল, কোরআন-হাদিস ও ইসলাম অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানছে। সম্প্রতি হিন্দু যুবক কর্তৃক কোরআন অবমাননা, আলিফ হত্যাকাণ্ড, মুসলিম মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, টঙ্গী মসজিদের খাতিব মাওলানা মুহিব্বুল্লাহকে হত্যা চেষ্টা ইসকনের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এহেন জঘন্যতম ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশে অরাজক পরিস্থিতি ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়।
মুফতী সুলতান মহিউদ্দিন আরো বলেন, রাষ্ট্রবিরোধী উগ্র সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা সময়ের অপরিহার্য দাবি। প্রত্যেক মুসলমানদের উচিত এখনই ইসকনের অপতৎপরতা সম্পর্কে সচেতন হওয়া। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসকনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ইসকনের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে সরকারকে বাধ্য করা।